আন্তর্জাতিক

এমপি পাপুলের কাছ থেকে ঘুষ নিয়ে কুয়েতি জেনারেল বরখাস্ত

By Daily Satkhira

July 01, 2020

অনালাইন ডেস্ক : কুয়েতে অবৈধ মানব ও অর্থপাচারের মামলায় কারাবন্দি বাংলাদেশের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে ঘুষের বিনিময়ে সহায়তার অভিযোগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্ত করা হয়েছে। খবর আরব টাইমেসের।

মঙ্গলবার (৩০ জুন) দেশটির উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ এ সংক্রান্ত আদেশ জারি করেন।

জিজ্ঞাসাবাদের সময় পাপুল জানান, কুয়েতের অন্তত সাতজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে মদদ জুগিয়েছেন। কুয়েত সরকারের এক আমলাসহ তিনজনকে ২১ লাখ দিনার (১ দিনারে ২৭৪ টাকা হিসেবে ৫৭ কোটি ৫৪ লাখ টাকা) ঘুষ দেওয়ার বিষয়টি জানায়। তাদেরই একজন হলেন ওই মেজর জেনারেল।

পাপুলের অবৈধ কর্মকান্ড তদন্ত ও জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যোর ভিত্তিতে পর ল মাজেন আল-জারাহকে বহিস্কারের সিদ্ধান্ত নেয় দেশটির কর্তৃপক্ষ।

কুয়েতে জনশক্তি রপ্তানিতে অনিয়ম এবং হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল আটক করে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ২৪শে জুন তাকে ২১ দিনের জন্য কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কুয়েতের আইনে অপরাধ প্রমানিত হলে এমপি পাপুলের ১৫ বছরের জেল হতে পারে।