সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ১০ কেজি ভারতীয় রূপাসহ চোরাকারবারী আটক

By Daily Satkhira

July 03, 2020

আসাদুজ্জামান : সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত থেকে প্রায় ১০ কেজি ভারতীয় রূপাসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে উক্ত রূপাসহ তাকে আটক করা হয়। জব্দকৃত রুপার বাজার মূল্য ৭ লাখ ৯৯ হাজার ২০০ টাকা। আটক চোরাকারবারীর নাম মোস্তাফিজুর রহমান মজনু (২৫) । সে সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কালিয়ানী গ্রামের তরিকুল ইসলাম গাজীর ছেলে। বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে সদর উপজেলার কালিয়ানী সীমান্তে রুপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার নায়েক তাজেদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৯ কেজি ৯৯০ গ্রাম ভারতীয় রুপাসহ চোরাকারবারী মোস্তাফিজুর রহমান মজনুকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত রুপার বাজার মূল্য ৭ লাখ ৯৯ হাজার ২০০ টাকা। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারীকে রুপাসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।