আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভেড়িবাঁধ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। শুক্রবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী ভেড়িবাঁধ ভাঙ্গনে প্লাবিত এলাকা পরিদর্শন করে পানি বন্দি মানুষের খোঁজ খবর নেন। পরিদর্শনকালে ভেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় জরুরী সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং হাজরা খালি, কুড়ি কাউওনিসহ যেসমস্ত ভেড়িবাঁধ গুলো ভেঙ্গে প্লাবিত হয়েছে সেই সমস্ত ভেড়িবাঁধ গুলো টেকসই ও মজবুত ভেড়িবাঁধ দেওয়ার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব কাজী আব্দুর রহমানকে অনুরোধ করেন। এসময় জেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা, সেনাবাহিনী, বাপাউবো’র কর্মকর্তা, এসডি কর্মকর্তা, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল উপস্থিত ছিলেন।