এম.বেলাল হোসাইন : দুলাল ঘোষ নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত দুলাল ঘোষ(৫০) সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন ঝড়গাছা গ্রামের পদ্ম ঘোষের ছেলে। পাটকেলঘাটার ধানদিয়া ইউপি সদস্য বিশ্বজিৎ ঘোষ জানান, ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলা থেকে(রাস্তার পাশে পুকুর পাড়ে) শনিবার সকালে কৃষক দুলাল ঘোষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে যেয়ে দুলাল ঘোষের মাথা ও মুখমণ্ডল থেতলানো ও গলা কাটা অবস্থায় দেখতে পান। একই স্থানে এক বছর আগে একই গ্রামের নাটবর ঘোষের ছেলে গোপাল ঘোষের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছিল বলে জানান তিনি। তবে স্থানীয়রা জানান, দুলাল ঘোষ ওরফে পাগলা দুলালের ছোট ছেলে সুজয় ঘোষ বিদেশে থাকে। বড় ছেলে রমা ঘোষ দুধের ব্যবসা করে। ছেলেরা বাবা ও মাকে ঠিকমত দেখাশুনা করতো না। তবে দুলাল ঘোষের স্ত্রীর উপর অনেকের কু’নজর ছিল। এ কারণে দুলাল ঘোষকে হত্যা করা হতে পারে। পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মুখমণ্ডল ও মাথা থেতলানোর পর ধারালো কোন অস্ত্র দিয়ে দুলালকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।