আশাশুনি

আশাশুনিতে গভীর রাতে ডাকাতি

By daily satkhira

July 04, 2020

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে গভীর রাতে গ্রিল কেটে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার কুল্যা ইউনিয়নের কুল্যা গ্রামের শিবপদ সাধুর ছেলে নিলকান্ত সাধুর বাড়িতে এ ঘটনা ঘটে। তিন বুধহাটা বাজারের মুদি ব্যবসায়ী। বিষয়টি জানতে পেরে শনিবার সকালে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা-আশাশুনি সার্কেল) শেখ ইয়াছিন আলী, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবিরকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বস্ত করে বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে এবং অতি দ্রুত অপরাধীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। নিলকান্ত সাধু জানান, শুক্রবার রাতে ৫/৬ জনের একটি ডাকাত দল পেছনের জানালার গ্রিল ভেঙে বাড়ির ভেতরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের হাত ও পা বেঁধে ফেলে। এরপর প্রায় এক ঘণ্টা ধরে তারা ঘরের আসবাবপত্র লন্ডভন্ড করে স্বর্ণালংকার, নগদ টাকা ও ৩টি মোবাইল ফোন নিয়ে গেছে। নিলকান্ত সাধুর ছেলে প্রণব সাধু জানান, ডাকাত দল আমাদের হাত-পা বেঁধে ঘর থেকে স্বর্ণালংকার লুট করে বাড়ির গেটের চাবি নিয়ে গেট খুলে চলে যায়। যাবার সময় বিষয়টি কাউকে না জানানোর জন্য হত্যার হুমকি দিয়ে গেছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশি তদন্তকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শুম্ভুজিত কুমার মোন্ডল, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী, শ্রমিকলীগের সভাপতি ঢালী শামসুল আলম, ইউপি সদস্য আব্দুল মাজেদ গাজী প্রমুখ।