সাতক্ষীরা

সাতক্ষীরায় করোনা টেস্টের পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

By daily satkhira

July 06, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাকাপুলের উপর সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের ব্যান্যারে এ কর্মসুচি পালিত হয়। সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, সিপিবি’র সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক মশিউর রহমান পলাশ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রাশেদুজ্জামান রাশি, পৌর শাখার সভাপতি নূরুল হক, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম সম্পাদক রওনক বাসার, প্রথম আলো বন্ধু সভার সভাপতি জাহিদা জাহান মৌ, সহ-সভাপতি আবুল হোসেন, গ্রাম ডাক্তার শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরায় করোনা পরিস্থিতি ক্রমশঃ ভয়াবহ আকার ধারণ করছে। খুলনা পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার চাপ বেশি থাকায় মাছে মাঝে নমুনা সংগ্রহ বন্ধ রাখতে হয়েছিল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হলেও ল্যাবের ক্ষমতার বাইরে নমুনা সংগ্রহীত হওয়ায় সেখানেও নমুনা পরীক্ষা যথাযথভাবে করা যাচ্ছে না। এ হেন সাতক্ষীরাবাসিকে ব^াঁচাতে মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন জরুরী হয়ে পড়েছে। সাতক্ষীরাবাসীর দাবি এখন একটাই দ্রুত পিসিআর ল্যাব স্থাপন চাই। এবিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।