নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার বিভিন্ন পয়েন্টে গাছ রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা শেখ জোবায়ের আল জামান। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার শেখ আক্তারুজ্জামান জজু’র পুত্র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দলের প্রত্যেককে তিনটি করে গাছ রোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে সোমবার জেলা ছাত্রলীগ নেতা শেখ জোবায়ের আল জামানের নিজস্ব অর্থায়নে এবং পৃষ্টপোষকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে, গত ১৫ জুন বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী ছাত্রলীগ নেতা শেখ জোবায়ের আল জামান সাতক্ষীরা বাইপাস সড়কের ধারসহ জেলার বিভিন্ন স্থানে গাছ লাগানোর মধ্য দিয়ে এ কর্মসূচি গ্রহণ করেন। এবিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা শেখ জোবায়ের আল জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় জেলা ছাত্রলীগ তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচি চলমান থাকবে।
অন্যদিকে, ছাত্রলীগ নেতা শেখ জোবায়ের আল জামানের নিজস্ব উদ্যোগে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে গত ১০ এপ্রিল থেকে ১০০ মানুষের মধ্যে একবেলা রান্না করা খাবার বিতরণ শুরু করেন। পবিত্র রমজান শুরু হলে তিনি ১০০ জন রোজাদারের বাড়িতে বাড়িতে ইফতার পৌছে দেন। পবিত্র রমজানের শেষ দিনে তিনশতাধিক মানুষের বাড়িতে ইফতার ও একবেলা রান্না করা খাবার পৌছে দেন তিনি। এছাড়া আম্পানে ক্ষতিগ্রস্থ ৫শতাধিক পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেন। এ মহতী উদ্যোগের প্রশাংসা করেছেন সাতক্ষীরার সচেতন মহল।