সাতক্ষীরা

সাতক্ষীরা পৌর ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতি ও প্রতিষ্ঠানের সাথে কৌশলগত সভা

By daily satkhira

July 08, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ওয়াস সংক্রান্ত ব্যবসায়ীদের সংগঠন নিবন্ধনের জন্য জনতা কনফারেন্স রুমে সমবায় ও পৌরসভার সাথে কৌশলগত পরামার্শ সভার আয়োজন করা হয়। পৌরসভার প্রান্তিক এলাকায় ওয়াস সুবিধা বাঞ্চিত এলাকার মানুষের মাঝে ওয়াস সেবা প্রদানের লক্ষে ওয়াস ব্যবসায়ীদের মধ্যে সমবায় সমিতি গঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সাতক্ষীরা পৌরসভার ওয়াস সমবায় সমিতির সহ সভাপতি মোঃ আলফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সমিত ঘোষ, ফরিদা পারভিন, জেসমিন আরা, রাবেয়া পারভিন, মোঃ আল আমিন, মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য। সমবায় সমিতির পরিচালনার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপজেলা সমবায় অফিসার খান তৈয়েবুর রহমান। ওয়াস ব্যবসায়ীদের মধ্যে একতা, গুণগতমানের পণ্য উৎপাদন ও ওয়াস বিষয়ক সুবিধা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের মাধ্যমে পৌরসভার ওয়াস সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উন্নত সেবা নিশ্চিত হবে। এইচপি সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম খান ও নন্দিতা রানী দত্ত। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মৃনাল কুমার সরকার। অনুষ্ঠান শেষে উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

০৮.০৬.২০২০