সাতক্ষীরা

সাতক্ষীরায় নতুন করে ২৪জন আক্রান্ত, মোট ২৯৫ জন করোনা আক্রান্ত

By daily satkhira

July 09, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৪জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ২৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্ট ২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে রয়েছে কলারোয়ার খোর্দ্দ এলাকার শহীদুল ইসলামের পুত্র শুভ, দেবহাটার শেখ আবুল হোসেনের পুত্র ডাঃ শেখ তানভীর হোসেন, গোলাম মোস্তফার পুত্র ডাঃ মোস্তফা তাফিক এলাহী,অনাস্তা কুমাল হালদারের পুত্র অমরেশ হালদার, আরতী রাণী হালদার, সতেন্দ্রনাথ গুহ’র পুত্র সুজিত গুহ, কলারোয়ার ফাতিমা খাতুন, কলারোয়ার মুরারী কাটির খোরশেদ আলম, রাবেয়া খাতুন, কলারোয়ার বহুড়া গ্রামের মোঃ আকলাম হোসেন, আজগর আলী, কালিগঞ্জের মথুরেশপুরের বাবলা আহমেদ, রাকিব, কাটুনিয়া গ্রামের জব্বার মোড়ল, নলতার আব্দুর রহিম, শীতলপুরের মোঃ নুরুজ্জামান, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের তাছলিমা খাতুন, তালা উপজেলার শেখর দেবনাথ, সাতক্ষীরা সদরের বড় খামার এলাকার আব্দুল মান্নান, সদর থানা পুলিশের হাফিজুর রহমান, আলীপুরের আমিনা খাতুন, আশাশুনির বকচরা এলাকার সুষমা মন্ডল ও বিধান মন্ডল।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করে লাল পতাকা টানানোর প্রক্রিয়া চলছে।