সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু,সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার জাহিদ তপন ,পৌর জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা,সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, শেখ সাখাওয়াতুল করিম পিটুল, শরিফুজ্জামান বিপুল ,ইব্রাহিম হোসেন, জেলা যুব সংহতির আহ্বায়ক আশিকুর রহমান বাপ্পী, সদস্য সচিব আবু তাহের, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব বাবু কমল বিশ্বাস, জাতীযয় ছাত্রসমাজ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কাইছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুকে আহ্বায়ক এবং আনোয়ার হোসেন চান্দুকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট উদযাপন প্রস্তুত কমিটি গঠন করা হয় এবং সিদ্ধান্ত হয় আগামী ১৪ ই জুলাই বিকাল ৪ ঘটিকায় সাতক্ষীরা জেলা পরিষদ মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া এ সভার মাধ্যমে প্রতিটি উপজেলাকে আগামী ১৪ ই জুলাই যথাযথ মর্যাদার সাথে স্বাস্থ্য বিধি মেনে, মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পল্লীবন্ধুর প্রথম মৃত্যু বার্ষিকী উদযাপনের আহ্বান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি