আশাশুনি

আশাশুনিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ; অবশেষে মামলা নিল পুলিশ

By Daily Satkhira

May 02, 2017

আসাদুজ্জামান : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার অভিযোগে আশাশুনি থানায় দায়ের করা অভিযোগ পত্রটি অবশেষে তদন্ত সম্পন্ন করে পুলিশ এজাহার হিসেবে গণ্য করেছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় উক্ত অভিযোগ পত্রটি এজাহার হিসেবে গণ্য করা হয়। এর আগে, গত শুক্রবার দুপুরে বড়দল গ্রামের মৃত দাউদ আলী মালীর ছেলে ও স্থানীয় ইউনিয়ন স্বোচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মালী বাদি হয়ে আশাশুনি থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। এজাহারকৃত মামলায় যাদের নামসহ আসামি করা হয়েছে তারা হলেন, বড়দল গ্রামের রফিকুল সানার ছেলে সুমন সানা (৩০), একই গ্রামের আফসার সরদারের ছেলে আয়ুব সরদার ও মৃত এজাহার গাজীর ছেলে শামছুদ্দীন গাজী (৫০)। উক্ত মামলায় নুরুজ্জামান মালী উল্লেখ করেছেন, গত ২৬ এপ্রিল বুধবার রাত সাড়ে ৭ টার দিকে বড়দল খেয়াঘাটস্থ বাজারের পাশে বসে উল্লেখিত সুমন সানা, আয়ুব সরদার ও শামছুদ্দীন গাজীসহ অজ্ঞাত আরো ৭/৮ জন এলাকায় নাশকতা ও সরকার উৎখাতের ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক করতে থাকেন। এ খবর শুনে আমি সেখানে গেলে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান হানি করার উদ্দেশ্যে কটুক্তি করতে থাকেন। আমি এর  প্রতিবাদ করলে তারা আমাকেসহ এই অভিযোগ পত্রের এক নম্বর স্বাক্ষী আব্দুল আজিজকে সময় সুযোগ পেলে দেখে নেওয়ার হুমকী প্রদান করেন। এই অভিযোগ পত্রের ১০ জন স্বাক্ষীসহ আরো অনেকে সেখানে উপস্থিত  হলে অবস্থা বেগতিক দেখে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যক্তি বর্গ ও মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় মামলাটি দায়ের করি। উক্ত মামলায় তিনজন মুক্তিযোদ্ধাসহ মোট ১০ জনকে স্বাক্ষী করা হয়েছে। এ ব্যাপারে আশাশুনি থানার সেকেন্ড অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) সুধাংশ শেখর হালদার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার প্রতিবাদে নুরুজ্জামান মালীর দেয়া অভিযোগপত্রটি তদন্ত শেষে মঙ্গলবার দুপুরে এজাহার হিসেবে গন্য করা হয়। তিনি আরো জানান, এ মামলার আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য ঃ এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার প্রতিবাদে সোমবার দুপুরে বড়দল বাজারে একটি মানবন্ধন কর্মসূচীর আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বোচ্ছাসেবকলীগ ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকের আলী গাজীর সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলী, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, যুবলীগ নেতা আব্দুল হান্নান মন্টু সরদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক নুরুজ্জামান মালী প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা রেকর্ডসহ আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনের এক দিন পর মঙ্গলবার দুপুরে পুলিশ মামলাটি এজাহার হিসেবে গণ্য করেন।