আশাশুনি

আশাশুনিতে জেলা পুলিশের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ

By daily satkhira

July 12, 2020

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে সাতক্ষীরা জেলা পুলিশের করোনা ভাইরাস ও ঘুর্ণিঝড় আম্পান পরবর্তী সময়ে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হত দরিদ্র্য ৮শত পরিবারের মাঝে পরিবার প্রতি ১০কেজি গমের আটা বিতরন করা হয়েছে। ১২ জুন রবিবার বিকালে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে আশাশুনি থানা পুলিশের মাধ্যমে অপেক্ষাকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আটা বিতরন করা হয়েছে। বিভিন্ন সময়ে কাবিখা প্রকল্পে আটককৃত চোরাই টি আর এর গম আদালতের নির্দেশনা অনুযায়ী দূর্গত এলাকায় বিতরণের কর্মসূচীতে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিতরন করা হয়। গত ৫ জুলাই রোববার ভার্চুয়াল শুনানী শেষে সোমবার ৬ জুলাই দুপুরে সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান সাতক্ষীরায় পুলিশের অভিযানে জব্দকৃত ৬৫৫ বস্তা গম আম্পান কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিতরণের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী ও সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) এর উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার সুপার সাইক্লোন আম্ফানে অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে বিতরনের অংশ হিসাবে আনুলিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ জনগনের মাঝে খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ মাহফুজুর রহমান, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, আশাশুনি প্রেসক্লাবে সভাপতি জিএম আল-ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবর রহমান, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম আলাউদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া বড়দল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাবুদ্দীন, থানা স্টাফ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।