প্রেস বিজ্ঞপ্তি : করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার(ডিপি) মিজানুর রহমান মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুতে পুলিশ সার্ভিস এসোসিয়েশন সাতক্ষীরা ও সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান তার নিজস্ব পেজে উল্লেখ করেছেণ, সংক্রমন থেকে জনগনকে নিরাপদ রাখতে গিয়ে নিজের জীবন অনিশ্চয়তায় ঠেলে দেওয়া এই সাহসী পুলিশ কর্মকর্তার নাম মোঃ মিজানুর রহমান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদের কর্মকর্তা ছিলেন। ২২ তম বিসিএস পুলিশ ব্যাচের এই মেধাবী কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জুনের ২৮ তারিখে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসক ও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত করে সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্মজীবনে মোঃ মিজানুর রহমান সিএমপির ডিসি-ডিবি (দক্ষিন) সহ ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমানুভুতি প্রকাশ করছি।