সাতক্ষীরা

আম্ফানে ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য বিতরণ

By daily satkhira

July 13, 2020

নিজস্ব প্রতিনিধি : আম্ফানে ক্ষতিগ্রস্থ শ্যামনগর, আশাশুনির কয়েকটি ইউনিয়নে পাঁচশতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মিশন হিউম্যানিটি, শহীদ কামরুজ্জামান এন্ড জাহানারা ফাউন্ডেশন আর অন্টারিও বাঙ্গালী কালচারাল সোসাইটি কানাডা(ওবিসিএস)। সোমবার ১৩ জুলাই আশাশুনি ও শ্যামনগরের বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। এরপর আশাশুনির আনুলিয়া, শ্রীউলা, শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুর, মুন্সিগঞ্জসহ ক্ষতিগ্রস্থ এলাকায় বিতরণ করা হয়। মিশন হিউম্যানিটি আর অন্টারিও বাঙ্গালী কালচারাল সোসোইটি কানাডা (ওবিসিএস)যোথ প্রকল্প শেয়ারিং হোপ ‘পাশে আছি’ এবং শহীদ কামরুজ্জামান এন্ড জাহাঁনারা ফাউন্ডেশন যৌথ আয়োজনে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ট্যাগ অফিসার সোহাগ আলম। উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজসেবক আজিজুল হক সরদার, আলী আফসার, মাস্টার শওকত আলী, সাবেক ইউপি সদস্য আনোয়ার ঢালী এবং ডি এম মফিজুর রহমান প্রমুখ। এবিষয়ে মিশন হিউম্যানিটটি’র সাধারন সম্পাদক কানিজ সুলতানা বলেন, গত ২০শে মে ঘুর্নিঝড় আম্পান আঘাত হেনেছিল দেশের উপকূলবর্তী বিভিন্ন এলাকা সমুহে। জোয়ারের পানিতে বাধঁ ভেঙ্গে ঐ এলাকার মানুষগুলো খুবই মানবেতর জীবন কাটাচ্ছিল যেহেতু মিশন হিউম্যানিটি কোভিড১৯ এর জন্য ঢাকা ও তার আশে পাশের এলাকা সমুহে নি:স্ব মানুষগুলোর সাথে থাকার জন্য ব্যস্ত ছিল সাথে শহীদ কামরুজ্জামান এন্ড জাহাঁনারা ফাউন্ডেশন আর অন্টারিও বাঙ্গালী কালচারাল সোসাইটি এ সাথে নিয়ে। আমরা যেহেতু সম্পূর্ন নিজেদের এবং বিভিন্ন পরিচিতদের কাছ থেকে ফান্ড নিয়ে কাজ করি এবং করোনার লকডাউনের জন্য চলাফেরা করা যাচ্ছিল না তাই আম্পার্নে ক্ষতিগ্রস্হ মানুষদের পাশে যথা সময়ে আসতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দু:খিত। আমাদের একমাত্র উদ্দেশ্যেই হলো এই মুহুর্তে যারা খুবই নি:স্ব তাদের পাশে থাকা এই ব্যাপারে সাতক্ষীরার রোকনুজ্জামান রোকন কে অনেক ধন্যবাদ আমাদের কাজটি করার জন্য অনেক সহযোগীতা করেছে যারই ফলশ্রুতিতে আমরা ১১-৭-২০২০ এ এসকল সহায় সম্বলহীন লোকদের পাশে দাড়াঁতে পেরেছি আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে। মিশন হিউম্যানিটি আর অন্টারিও বাঙ্গালী কালচারাল সোসোইটি কানাডা(ওবিসিএস)যোথ প্রকল্প শেয়ারিং হোপ ‘পাশে আছি’ এবং শহীদ কামরুজ্জামান এন্ড জাহাঁনারা ফাউন্ডেশন মিলে আমরা শ্যামনগর ওআশাশুনির বিভিন্ন ইউনিয়নে প্রায় ৫০০ পরিবারকে শুকনা খাবার দিচ্ছি। আমাদের এই কাজে ঐসব এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং ইউ এনও সাহেব ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।