নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কৃষকের বাজার এর উদ্বোধন করা হয়েছে। ১৩ জুলাই সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা পিএন স্কুল সংলগ্ন পিটিআই মাঠে কৃষকের বাজার এর শুভ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার সহযোগীতায় ও কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে কৃষকের বাজর এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো: নূরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মো: আমজাদ হোসেন, সাতক্ষীরা জেলা বাজার কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, ও পৌরসভার ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রঘুজিৎ কুমার গুহ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন করোনা পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত পণ্য যাতে ভোক্তা-সাধারণ সরাসরি ক্রয় করতে পারে সেজন্য সরকার এ উদ্যোগ নিয়েছেন। প্রতি শুক্র ও শনিবার সকাল ৭ টা থেকে এ বাজারে কৃষক তার উৎপাদিত পণ্য সরাসরি বিক্রয় করতে পারবে।