কলারোয়া

শিক্ষার প্রসারে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- মুস্তফা লুৎফুল্লাহ

By Daily Satkhira

July 13, 2020

কলারোয়া প্রতিনিধি : সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, শিক্ষার প্রসারে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই শিক্ষার প্রসার ও নারী শিক্ষা বিস্তারে সাম্প্রদায়িক শক্তি বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেশপ্রেমিক মানুষ তা মেনে নিতে পারে না।

সোমবার (১৩জুলাই) সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ধসঢ়;ফার উদ্দীন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ান, হুমায়ুন কবীর, প্রধান শিক্ষক মাসুমা পারভীন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক ছানোয়ার হোসেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে ৭৫ লাখ টাকা ব্যায়ে কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়। পরে ২কোটি ২৫লাখ টাকা ব্যায়ে কেঁড়াগাছি ইউনিয়নের দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ধসঢ়;ফার উদ্দীন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ান, হুমায়ুন কবীর, দমদম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহসহ অতিথিবৃন্দ।