দেবহাটা

দেবহাটায় প্রকল্প বাস্তবায়ন অফিসে ভিজিএফ কমিটির সভা

By daily satkhira

July 15, 2020

দেবহাটা ব্যুরো : দেবহাটায় উপজেলা ভিজিএফ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের ঈদে ২০ হাজারের অধিক অসহায় পরিবার খাদ্য সহায়তা পাবে । বুধবার সকাল ১১ টায় ভিজিএফ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশারের সঞ্চালনায় জুম ক্লাউড মিটিং’র মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যে পরিবারের মালিকানা বা ভিটা ছাড়া জমি নাই, যে পরিবার দিন মজুরের আয়ের উপর নির্ভরশীল, যে পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল, যে পরিবারে উপার্জনকারী কোন পুরুষ সদস্য নেই, যে পরিবারে স্কুলগামী শিক্ষার্থীকে উপার্জনের জন্য কাজ করতে হয়, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার, যে পরিবার বছরের অধিকাংশ সময় দুই বেলা না খেয়ে থাকে এসব নীতিমালার আলোকে সুবিধাভোগী নির্বাচনের কথা বলা হয়। এছাড়া উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে কমপক্ষে ৭০% মহিলা নির্বাচন করার বিষয় আলোচনা হয়। তবে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়নের ২০ হাজার ৬ শত ৭৮ পরিবারের মাঝে ২০৬,৭৮ মেট্রিক টন চাল ২০১৯/২০ অর্থ বছরের ভিজিএফ খাদ্য সহায়তা হিসেবে প্রদান করা হবে বলে আলোচনা করা হয়। এতে ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী জনসংখ্যার আনুপাতিক হারে কুলিয়া ইউনিয়নের ৪৭৫৫, পারুলিয়া ইউনিয়নের ৫২৯৫, সখিপুর ইউনিয়নের ৩৩৭০, নওয়াপাড়া ইউনিয়নের ৪৬১০ এবং দেবহাটা সদর ইউনিয়নে ২৬৪৮ পরিবার এ খাদ্য সহায়তা পাবে বলে জানা যায়। এদিকে এসব খাদ্য সহায়তা বিতরনের সময় করোনা ভাইরাসের প্রকোপ এড়াতে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়ে লক্ষ্য রাখার জন্য বলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। জুম ক্লাউড মিটিং’র মাধ্যামে সংযুক্ত হয়ে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, সহকারী শিক্ষা অফিসার মঞ্জুর হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।