মাহফিজুল ইসলাম আককাজ : সকল প্রকার সেনেটারি পণ্যের বিপুল সমাহার এবং সুলভ মূল্যের নিশ্চয়তা দিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হলো সাতক্ষীরা সেনেটারী। বুধবার সকালে শহরের ইটাগাছা সিএমবি মসজিদ সংলগ্ন ‘সাতক্ষীরা সেনেটারী’র সত্বাধিকারী সৈয়দ শাহিনুর আলীর পিতা আলহাজ্ব সৈয়দ মোয়াজ্জেত হোসেন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, সিনিয়র সহ সভাপতি এনছান বাহার বুলবুল, মনিরুজ্জামান মুকুল, তাহমিদ আহমেদ চয়ন, আব্দুল্লাহ আল মামুন, মশিউর রহমান বাবু, দ্বীনবন্ধু মিত্র, সোনালী ব্যাংক কামালনগর শাখার ম্যানেজার জেসমিন আক্তার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবিএম আব্দুল মোমীন, উপ সহকারী প্রকৌশলী মো. আসাদুল হক, মো. আমজাদ হোসেন, ওবায়দুর রহমান লাল্টু, আলিপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ছোট, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, চেম্বার অব কমার্সের পরিচালক কাজী কামরুজ্জামান মুকুল, মনিরুল ইসলাম মিনি, আবুল বাশার পিয়ারসহ সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের কর্মকর্তা এবং ঢাকা, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সাতক্ষীরা সেনেটারীতে সকল প্রকার সেনেটারি দ্রবাদি, আর.সি.সি, পি.ভি.সি এবং জি.আই পাইপ, গেসটাইলস, ওয়াটার ফিল্টার ও পানির মটর সুলভ মূল্যে বিক্রয় করা হবে। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর সিএসবি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।