নিজস্ব প্রতিনিধি : ৬নং ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পলাশপোল স্কুলের পিছনে কওছার হোটেল এন্ড রেষ্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু। জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার জাহিদ তপন। এসময় উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আঃ ছাত্তার, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, শেখ শওকত আলী, আরমান আলী, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন, আল হেলাল, দপ্তর সম্পাদক বাবলু হাসান, অর্থ সম্পাদক আঃ আলম, আগরদাড়ি ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি সেলিম হোসেন, মুনসুর রহমান, নাজমা খাতুন, নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভুমিহীনদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজও ভুমিহীনরা তাদের অধিকার পাইনি। স্বাধীন দেশে হাজার হাজার বিঘা খাস জমি রয়েছে যা দখল করে রেখেছে এদেশেরই কতিপয় ভূমিদস্যুরা। ভূমিদস্যুদের কবল থেকে খাস জমিগুলো উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশের এমন কোন সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের ছোয়া লাগেনি। শিক্ষা, স্বাস্থ্য সহ প্রত্যেকটি ক্ষেত্রে আমুল পরিবর্তন হয়েছে। অথচ ভুমিহীনরা পাইনি তাদের ন্যায্য অধিকার। বক্তারা আরও বলেন, সাতক্ষীরা জেলায়ও হাজার হাজার বিঘা খাস জমি রয়েছে যা সাতক্ষীরার ভুমিহীনরা এখন পাইনি ভোগ দখল করতে পারিনি। উক্ত খাসজমি গুলো দখল করে রেখেছে এই জেলারই কিছু ভুমিদস্যু। এ সকল ভূমিদস্যুদের কবল থেকে খাসজমি গুলো উদ্ধার করতে না পারলে ভুমিহীনদের মাঝে বন্টন করা সম্ভব হচ্ছে না। যার ফলে ভুমিহীনরা আজও খাস জমিগুলো সঠিকভাবে পাইনি। বক্তারা আরও বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ, এ্যাসিল্যান্ড অফিস দূর্ণীতি, অনিয়মের আখড়াখানা। এসব জায়গা থেকে দূর্ণীতি নির্মল করতে না পারলে জেলার মানুষ সঠিক সেবা পাবে না। সম্মেলনের শুরুতে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার ও ভুমিহীন নেতৃবৃন্দের মৃত্যুতে এক মিনিট নিরাবতা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সম্মেলন শেষে ৬নং ভোমরা ইউনিয়নের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, সভাপতি শামছুর রহমান, সহ-সভাপতি সাইফুল ইসলাম, জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজা খাতুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ।