দেবহাটা

দেবহাটায় দরিদ্র রোগীদের মধ্যে ফ্রি ঔষধ প্রদান

By daily satkhira

July 21, 2020

দেবহাটা ব্যুরো : ¯্রষ্টার ইবাদত ও সৃষ্টের সেবা এই ব্রত দেবহাটায় লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস ও সখিপুর আহছানিয়া মিশনের সৌজন্যে দরিদ্র রোগীদের সেবায় বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়েছে। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন পরিচালিত আহছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালকে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর সহযোগিতায় সখিপুর আহছানিয়া মিশনের উদ্যোগে বিনামূল্যে ঔষধ প্রদান উপলক্ষ্যে মিশনের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশনের সহ-সভাপতি মোকলেছুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক আনোয়ারুল হক, আহছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালের পরিচালক আলহাজ্ব ডাঃ আকছেদুর রহমান, নির্বাহী সদস্য ডাক্তার নজরুল ইসলাম, সখিপুর মিশনের উপদেষ্টা সাবেক উপাধ্যক্ষ আব্দুল মজিদ। সখিপুর মিশনের সাধারণ সম্পাদক শিক্ষক ও সাংবাদিক আবু তালেবের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আনছার আলী, আলহাজ্ব আবদুল গফুর সরদার, উপাধ্যক্ষ ও মিশনের সহ-সভাপতি আব্দুর রহমান, প্রভাষক হাফিজুর রহমান, সেরাজুজ্জামান, হাজী আব্দুল মজিদ. গোলাম কিবরিয়া, মিজানুর রহমান, কামরুজ্জামান, রোভার আরাফাত ও রোভার রাকিব। আহছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালকে বিনামুল্যে ৬৩ হাজার ২ শত ৪২ টাকার ঔষধ প্রদান করা হয়। এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের রোভার গ্রুপ।