কালিগঞ্জ

জাতীয় মৎস‌্য সপ্তাহ উপল‌ক্ষে পুকু‌রে মা‌ছের পোনা অবমুক্ত

By daily satkhira

July 22, 2020

কা‌লিগঞ্জ প্রতিনি‌ধি : মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়‌কে সামনে রে‌খে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হ‌য়ে‌ছে। উপজেলা মৎস অ‌ধিদপ্ত‌রের অা‌য়েজ‌নে বুধবার দুপুরে উপ‌জেলা প‌রিষ‌দের পুকুরে অানুষ্ঠা‌নিক ভা‌বে মাছের পোনা অবমুক্ত ক‌রেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাঈদ মে‌হেদী। এ সময় তি‌নি বলেন, মাছ চাষ ক‌রে জেলার ম‌ধ্যে কা‌লিগঞ্জ উপজেলা দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্ষা মৌসুমে বিভিন্ন খাল, বিল, পুকুর, ডোবা, জলাশয়ে নিজ উদ্যোগে মাছের চাষ ক‌রে উৎপাদন বাড়াতে হবে। মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তৃতীয় স্থা‌নে র‌য়ে‌ছে। বেকার যুবকরা মাছ চাষ করে কর্মসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে। শে‌ষে উপ‌জেলা প‌রিষদ পুকুরে ২২ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় অন‌্যান্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছিলেন উপ‌জেলা সি‌নিয়ার মৎস‌্য কর্মকর্তা শ‌ফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী উজ্জাল অধিকারি প্রমূখ। এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২১ থেকে ২৮ জুলাই সপ্তাহ ব্যাপি বি‌ভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে উপ‌জেলা মৎস‌্য বিভাগ। কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম দি‌ন মাইকিং, ব্যানার-ফেস্টুন, প্রচার-প্রচারণা। দ্বিতীয় দিন বর্তমান সরকারের অগ্রগতি ও সফলতা বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও উন্মুক্ত জলাশয় মাছের পোনা অবমুক্তকরণ। তৃতীয় দিন মৎস্য আইন বাস্তবায়ন, চতুর্থ দিন মাছ চাষ বিষয়ক নিবিড় পর্যবেক্ষণ সেবা প্রদান এবং পানি ও মাটি পরীক্ষা। পঞ্চম দিন প্রামাণ্যচিত্র প্রদর্শন। ষষ্ঠ দিন মাছ চাষী ও সুফল ভোগীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ। সপ্তম দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়।#