আশাশুনি

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকান্ড বেড়েছে, আগামিতেও অব্যহত থাকবে …. ভিডিও কনফারেন্সে ডাঃ রুহুল হক

By daily satkhira

July 22, 2020

আশাশুনি ব্যুরো: ”বর্তমানে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকান্ড বেড়েছে। আগামিতেও এ ধরনের কর্মকান্ড অব্যহত থাকবে এটা সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের উপর আমার বিশ্বাস। করোনাকালিন সময়ে আমার নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুধেষ্ণা রায়ের আয়োজনে আমরা ’ডাক্তারের কাছে রুগি নয়, রুগীর কাছে ডাক্তার’ শ্লোগান বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। রুগীদের সেবার মান উন্নয়নে স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স সংযোগ করেছি। আগামিতে আরও নতুন নতুন অনেক কিছুই সংযোজন করা হবে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে। মানুষের সেবা করার মনোবৃত্তি থাকলেই অনেক কিছু করা সম্ভব”। আশাশুনিতে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কাম-স্টোর ভবনের উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথা বলেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী, সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বুধবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুধেষ্ণা রায়, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গির আলম, ডাঃ জয়ব্রত মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীল কন্ঠ সম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা শ্রসীকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এসএম সাহেব আলী, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রনজীৎ বোদ্য, উপজেলা আওয়ামী প্রজন্মলীগ সভাপতি ঢালী মুর্শিদ আলম, সিনিয়র সহ-সভাপতি খোকন চন্দ্র মন্ডল, সাধারন সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ উপজেলা আওয়ামলীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ প্রমুখ।