সাতক্ষীরা

নগর উন্নয়নে প্রাক বাজেট মতবিনিময় সভা

By Daily Satkhira

May 03, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভায় (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) নগর উন্নয়নে ২০১৭-১৮ প্রাক বাজেট মতবিনিময়

সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় পৌর সভার সম্মেলন পক্ষে দরিদ্র অঞ্চলের জলবায়ু অভিযোজন সক্ষম প্রকল্প বা কার্যক্রমের আওতায় অংশগ্রহনমূলক পৌর বাজেট প্রণয়নে জলবায়ু পরিবর্তন অভিযোজন সক্ষম নগর উন্নয়নের প্রাক বাজেট মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর প্যানেল মেয়র ফারহা দিবা খান সাথী। জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন জিআইজেড এর সহায়তায় পৌর সভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তাজকিন আহমেদ চিশতী। এসময় উপস্থিত ছিলেন, ডাব্লু এলসির সভাপতি ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব সাইফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা আকতার হোসেন তালুকদার, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, ৭নং ওয়ার্ডের সদস্য সচিব মোজাম্মেল হক, সদস্য আসাদুজ্জামা চান্দু, রেজাউল করিম, ফরিদা পারভীন, অর্চনা দে, জোস্না পারভীন, এড. জি.এম আব্দুল মতিন, নিমাই চন্দ্র পাল, ৮নং ওয়ার্ড সদস্য সচিব জামাল উদ্দীন, সদস্য আনজুয়ারা খাতুন, আফরোজা আকবর মিরা, মাসুদ আলী, সুফিয়া খাতুন, ৯নং ওয়ার্ডের সদস্য সচিব আনিছুর রহমান, সদস্য রফিকুর রহমান লাল্টু, আরিফুর রহমান খান, ফরেজ আলী, বিলকিছ খাতুন, নুর জাহান বেগম শফিকুর রহমান পিন্টু, সাগর| সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জি আই জেড প্রতিনিধি রতন মানিক সরকার। উক্ত সভায় সংশ্লিষ্ট ওয়ার্ডের সম্ভাব্য প্রকল্প/ কার্যক্রম পৌরসভার বাজেটে অন্তর্ভূক্ত করার জন্য আলোচনা করা হয়।