শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভৈরব নগর গ্রামের আতিয়ার ও দাউদ এর মোড় এলাকায় যমুনা নদী দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করে স্থানীয় ক্লাবের সভাপতি আফসার ও মুনসুর হাজার, হাজার টাকার বিমিময় যায়গা বিক্রি করেছে। কয়েক জন অবৈধভাবে মাটি ফেলে নদীর জায়গা দখল করে ঘর করছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মাটি দিয়ে নদীর চর ভরাটের কাজ করেছ এলাকার কয়েক জন নির্মাণ করেছে কাচা পাকা ঘর। ঐ এলাকার আতিয়ার ও দাউদ এর মোড় এলাকায় যমুনা নদীর উপরে স্থানীয় ক্লাবের সভাপতি আফসার ও মুনসুর এর সহযোগিতায় ভৈরব নগর গ্রামের এসার আলীর পুত্র শহীদ গাজী, কেলো ঢালির পুত্র ডাক্তার আব্দুল হামিদ, আমির আলীর পুত্র আতিয়ার নুনু, বাহার গাজীর পুত্র কাসেম গাজী, মুজিবর গাজীর পুত্র হাফিজুর গাজী, এরশাদ গাজীর পুত্র আনা গাজী, আবু ঢালীর পুত্র মিলন ঢালী, সোনা মনতেজ এর পুত্র শহিদুল গাজী, নজরুল গাজীর পুত্র রাশিদুল, রফি গাজীর পুত্র রবিউল, আমানত গাজীর পুত্র গোলাম সহ কয়েক জন যমুনা নদীর উপরে পাকা বিল্ডিং করে ও মাটি ভরাট করে অবৈধভাবে স্থাপনা তৈরি করছে এখানেই বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, শুকনো মৌসুমী প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে এভাবে জায়গা দখল করে পাক, কাচা ঘর তৈরি করছে। এব্যাপারে ইউনিয়ন ভূমি সহকারী (ছোট নায়েব) তপন কুমার, জানান, তাদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবুও ইউনিয়ন ভূমি সহকারী নির্দেশ অমান্য করে তারা কাজ চালিয়ে যাচ্ছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী মুঠোফোনে জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরোজমিনে যাবেন বলে আশ্বস্ত করেন। তারপরেও তিনি দুদিন অতিক্রম হলেও সরেজমিনে পরিদর্শন করেনি। স্থানীয় কৃষক ও ঘের ব্যবসায়ীরা দ্রুত উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছেন।