কালিগঞ্জ

জীবনের ঝুঁকি নিয়ে যারা করোনা প্রতিরোধে কাজ করছে তাদের সহযোগিতা করুন — ইউএনও কালিগঞ্জ

By daily satkhira

July 27, 2020

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি ॥ মরণ ব‌্যা‌ধি মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কালিগঞ্জ উপ‌জেলা ব্যাপি মাস্ক ব্যবহারে প্রচারণাসহ নানামুখী সচেতনতামূলক কার্যক্রম চল‌ছে। তারই অংশ হি‌সে‌বে কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম (KCET) এর দিকনির্দেশনায় এবং মথুরেশপুর করোনা এক্সপার্ট টিমের উদ্যোগে সোমবার বেলা ১১টায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এই সচেতনতামূলক কার্যক্রম প‌রিচালনা করেন। এসময় তিনি বাজারের ব্যবসায়ি ও ক্রেতাসাধারণের উদ্দেশ্যে বলেন, নভেল করোনা সংক্রমণ রোধে সকলের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে সরকার। এজন্য সকল শপিংমল, দোকান-পাট, হাট-বাজারে ক্রেতা-বিক্রেতা প্রত্যেককে বাধ্যতামূলকভাবে মাস্ক ব‌্যবহার কর‌তে হবে। ঘর থেকে বাহিরে অাস‌লে অবশ‌্যই সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করার জন‌্য ব‌্যবসা‌য়ি‌দের পরামর্শ দেন তিনি। করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের গঠিত কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের সদস্যরা সর্বদা মানুষদের সচেতন করতে অত্যন্ত অান্ত‌রিকতার সাথে কাজ কর‌ছে। জীবনের ঝুঁকি নিয়ে যারা করোনা প্রতিরোধে কাজ করছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন। এসময় আরো উপস্হিত ছিলেন উপ‌জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের সদস্য এস,এম আহম্মাদ উল্ল্যাহ বাচ্চু, মথুরেশপুর ইউনিয়নের দফাদার আব্দুর রব ছট্টু, গ্রাম পুলিশ শওকাত হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন করোনা এক্সপার্ট টিম লিডার আবু সেলিম বাবু , মথুরেশপুর ইউনিয়ন টিম লিডার ইমরান আলী, সহঃ টিম লিডার ফরিদুল কবির, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। পরে সচেতনতামূলক কার্যক্রমের প্রথম দিন উপ‌জেলা সমাজসেবা অফিসারের নেতৃত্বে ধলবাড়িয়া ও মথুরেশপুর করোনা এক্সপার্ট টিমের প্রায় ৩০ জন সদস্যরা বাজারে প্রতিটি দোকানে গিয়ে মাস্ক ছাড়া কেউ কেনাবেচা না করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।