সাতক্ষীরা

থানাঘাটায় ৮ম শ্রেণির ছাত্রকে গলাটিপে হত্যা চেষ্টার অভিযোগ

By daily satkhira

July 28, 2020

নিজস্ব প্রতিনিধি : মোবাইল ফোনের টাওয়ার নির্মাণ করায় ক্ষিপ্ত হয়ে ৮ম শ্রেণির এক ছাত্রকে গলা টিপে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই ছাত্রকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন কথা বলতে পারছেনা। আহত ছাত্রের নাম ফারদিস হোসেন। সে সদর উপজেলার থানাঘাটা এলাকার ফিরোজ হোসেনের ছেলে।

আহত ফারদিস হোসেনের স্বজনরা এ প্রতিবেদককে জানায়, সদর উপজেলার থানাঘাটা এলাকার ফিরোজ হোসেনের বাড়িতে একটি মোবাইল কোম্পানির টাওয়ার নির্মাণ করছে। এতে ক্ষিপ্ত হয়ে একই এলাকার নজরুল ইসলামের ছেলে শামীম (২৮), ফারুক হাসান রাজা (৪০), রাজু (৩৬), আজিজুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম ও মৃত ইউসূফ আলীর ছেলে নুরুল ইসলাম (৫৮) বাঁধা সৃষ্টি করছে। তারই জের ধরে মঙ্গলবার দুপুরে আমাদের বাড়িতে পুলিশ আসলে আমরা সকলে কথা বলতে থাকি। এসময় তারা হঠাৎ করে আমার ছেলে ফারদিস হোসেনের উপর হামলা চালায়। তাকে মারপিট করে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে। তাকে উদ্ধার করার জন্য সকলে এগিয়ে আসলে তখন ফারদিস অজ্ঞান হয়ে পড়ে। উদ্ধার করে দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি। তবে তার জ্ঞান ফিরলেও এখনও পর্যন্ত সে কথা বলতে পারছে না। এব্যাপারে সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।