দেবহাটা

দেবহাটায় বাল্য বিবাহ দেওয়ার সময় পুলিশের হাতে আটক-৫

By daily satkhira

July 28, 2020

দেবহাটা ব্যুরো : দেবহাটার পারুলিয়ায় বাল্য বিবাহ দেওয়ার সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৫জনকে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার জরিমানা প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। জানাযায়, সোমবার সন্ধা ৭টার দিকে সুবর্নাবাদ গ্রামের অমিও মন্ডলের পুত্র অঞ্জন মন্ডল (২৩) এর সাথে বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেপলবুনিয়া গ্রামের শংকর মন্ডলের কন্যা রাখি মন্ডল (১৬)’র সাথে বিবাহ চলতে থাকে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নির্দেশে এসআই আসিফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে বরের বোনাই পারুলিয়া জেলিয়াপাড়া গ্রামের নিপুল মজুমদারের বাড়ি থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, সুবর্নাবাদ গ্রামের অমিও মন্ডলের পুত্র অঞ্জন মন্ডল, বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেপলবুনিয়া গ্রামের শংকর মন্ডলের কন্যা রাখি মন্ডল, কন্যার মা অঞ্জনা মন্ডল, কন্যার পিতা শংকর মন্ডল, বরের কাকা সুবর্নাবাদ গ্রামের অধীর চন্দ্র মন্ডলের পুত্র সমীর মন্ডল।এ ব্যপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, বাল্য বিয়ে দেওয়ার সময় ৫জনকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান,আসামীর পরিবার চায়ের দোকানদার তাই সার্বিক বিবেচনা করে তাদেরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।