প্রেস বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে আশাশুনিতে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২ টায় আশাশুনিতে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে ত্রাণ বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা গ্রাম ডাক্তার সমিতির সহ-সভাপতি গ্রাম ডাক্তার হাবিবুর রহমান। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও গ্রাম ডাক্তার বিশ^জিৎ মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাতক্ষীরা পৌর সভা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি অনির্বান সরকার, সাধারণ সম্পাদক আল আমিন, জেলা সাংস্কৃতিক ও পরিবার পরিকল্পনা সম্পাদক শফিকুল ইসলাম, জেলা সদস্য রফিক আহমেদ, আশাশুনি উপদেষ্টা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এস কে হাসান। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন, জেলা সদস্য আশুতোষ কুমার রায়। এরআগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস সবুর ও গীতা পাঠ করেন বিশ^জিৎ মন্ডল। আলোচনা শেষে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নে সুপার সাইক্লোন আ¤পানে ক্ষতিগ্রস্ত বানভাসী গ্রাম ডাক্তারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষ্যে ইউনিয়ন প্রতিনিধিদের হাতে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।