সাতক্ষীরা

ব্রহ্মরাজপুরে ইভটিজিংকালে দুই যুবক আটক

By daily satkhira

July 29, 2020

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপ‌জেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে স্কুল পড়ুয়া ছাত্রীদের ইভটিজিংকালে দুই যুবক‌কে আটক ক‌রে‌ছে স্থানীয়রা। প‌রে তা‌দের পু‌লি‌শে সোপর্দ করা হয়। জানা যায়, মেল্লেকপাড়া গ্রামের কয়েকটি স্কুল পড়ুয়া মেয়ে প্রতিদিন ব্রহ্মরাজপুর বাজার এলাকা দিয়ে কোচিং করতে যায়। যাওয়া-আসার পথে কয়েকজন বখাটে যুবক তা‌দের প্রায় অশালীন কথা-বার্তাসহ হুমকি-ধামকি দিয়ে উত্ত্যক্ত করতো। বিষয়টি তারা বাড়িতে গিয়ে অভিভাবকদের জানায়। এসবের সূত্র ধরে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অভিভাবকরা তাদের কন্যাদের নজরে রাখতে শুরু করে। একপর্যায়ে বালিথা রোডের বড়খামার গ্রামের টিউবওয়েল মিস্ত্রী শেহের আলীর বাঁশ তলার নিকট পৌঁছা‌লে ৩ যুবক ইভটিজিং শুরু করে। এ সময় ছাত্রীদের অভিভাবকরা ধাওয়া করে ২ যুবককে হাতে-নাতে ধরে পুলিশে খবর দেয়। এ সময় অন্য এক যুবক কৌশলে দৌড়ে পালিয়ে যায়। ধৃত ২ যুবক হলো ধুলিহর সানাপাড়া গ্রামের রবিউল ইসলামের ছে‌লে হাসিব (২০) ও জেয়ালা উত্তরপাড়া গ্রামের হানেফ কারিকরের ছে‌লে ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সভাপ‌তি আমিনুর রহমান আমিন (২৬)। পরবর্তীতে সদর থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরা সদর থানায় দুই ইভটিজারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।