অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবী থানায় একটি জব্দ করা বস্তু বিস্ফোরণের ঘটনায় ওসি অপারেশনসহ চার পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।
বুধবার সকাল ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে সংবাদমাধ্যমকে জানান ডিসি (মিডিয়া) ওয়ালিদুর রহমান। আহতরা হলেন- পরিদর্শক ইমরান, উপ-পরিদর্শক (এসআই) সজিব, পিএসআই অংকুর, পিএসআই রোমিও এবং রিয়াজ নামের এক ব্যক্তি।
তাদের মধ্যে রোমিও ও রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মধ্যে একজনকে চক্ষু ইনস্টিটিউটে পাঠানো হয়। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
ডিসি (মিডিয়া) বলেন, মিরপুর এলাকার একজন রাজনীতিককে খুন করার জন্য ভাড়া করা হয়েছিল- এমন অভিযোগে পল্লবী এলাকা থেকে আজ ভোরে তিন আসামিকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি অস্ত্র ও কিছু জিনিস জব্দ করে পুলিশ। এগুলো থানার ইন্সপেক্টর অপারেশন্সের রুমে রাখা হইয়েছিল। এর মধ্যে ওজন মাপার যন্ত্রের মতো একটি বস্তু সকাল ৭টার দিকে বিস্ফোরিত হয়।
এ ঘটনায় ওসি অপারেশন্স, তিনজন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হন।