আন্তর্জাতিক

ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

By Daily Satkhira

July 29, 2020

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। দেশটিতে করোনা শনাক্ত ছাড়িয়ে গেছে ১৫ লাখ। মৃত্যু ছাড়িয়েছে ৩৪ হাজার।

বুধবার (২৯ জুলাই) সকালে প্রকাশিত বুলেটিনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫১৩ জন। একদিনে মৃত্যু হয়েছে আরও ৭৬৮ জনের।

এ নিয়ে ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩১ হাজার ৬৬৯ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ১৯৩ জন।

করোনা আক্রান্তের নিরিখে ভারত এখন বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। তাদের সামনে শুধু যুক্তরাষ্ট্র আর ব্রাজিল।

মৃতের হিসাবে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির অবস্থান অবশ্য ষষ্ঠ। তবে মৃতের সংখ্যা আর এক হাজার বাড়লেই ইতালিকে ছাড়িয়ে পঞ্চম স্থানে উঠে আসবে ভারত।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩৪ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৯৬৪ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস কেড়ে নিয়েছে রাজ্যের আরও ৩৮ জন মানুষের প্রাণ। এনিয়ে পশ্চিমবঙ্গে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৯ জনে।