কালিগঞ্জ

কালিগঞ্জে প্রতিবন্ধিদের হুইলচেয়ার প্রদান

By Daily Satkhira

May 05, 2017

কালিগঞ্জ ব্যুরো : প্রতিবন্ধীরা অসহায় বলে সমাজের কেউ তাদের ভালবাসেনা, তাদেরও এই সমাজে ভালভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করলে সব কিছু ভুল হয়ে যাবে। সমাজের বিত্তবান থেকে শুরু করে সকলকে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। উপজেলা পরিষদ ও আমার ব্যাক্তিগত তরফ থেকে আমি সব সময় প্রতিবন্ধীদের সহযোগিতা করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো এ ভাবেই অসহায় প্রতিবন্ধীদের পাশে থাকবো। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রতিবন্ধী পূর্নবাসন উন্নয়ন সমিতির ৮জন অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী সদস্যদের মাঝে উপজেলা পরিষদের ফান্ড থেকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এ কথা বলছিলেন। অসহায় প্রতিবন্ধীরা হলেন উপজেলার রতনপুর ইউনিয়ন ও গ্রামের আব্দুল মাজেদের কন্যা মেহেরুন্নেছা, কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুরের সিরাজুল ইসলামের ছেলে জাহেদুল ইসলাম, তারালী ইউনিয়নের কাঁকশিয়ালী গ্রামের মৃত রহিম সানার ছেলে গোলাম রব্বানী, চাম্পাফুল ইউনিয়নের বালাপোতা গ্রামের ফজের আলীর ছেলে ফকরুল ইসলাম, নলতা ইউনিয়নের পশ্চিম পাইকাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের কন্যা হিরা পারভীন, একই ইউনিয়নের কাশেমপুর গ্রামের রমজান আলী খানের ছেলে আবু দারদা, মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত মুনসুর আলীর কন্যা নুরুন্নেছা বেগম, দুদলী গ্রামের শাহাজান আলীর কন্যা কাকলী পারভীন। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জিএম মহাতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কুশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোফ্ফাখারুল ইসলাম নিলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী বাবলু রেজা, উপজেলা প্রতিবন্ধী পূর্নবাসন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুল খালেক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনো, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কর, তরুণলীগ সভাপতি শাহাজালাল, সাধারণ সম্পাদক আব্দুস সবুরসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।