কালিগঞ্জ

কা‌লিগ‌ঞ্জে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মা‌ঝে ‌বি‌ভিন্ন সামগ্রী বিতরণ

By daily satkhira

July 29, 2020

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি।। কালিগঞ্জে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মা‌ঝে ১৭ প্রকার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় প্রেরণার নারী উন্নয়ন সংস্থার নলতা প্রকল্প অফিস চত্বরে ২০০ জন বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী,স্বামী পরিত্যক্ত ছাড়াও আম্পানে ক্ষতিগ্রস্ত বিভিন্ন নারীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ ক‌রেন প্রেরণার নির্বাহী প‌রিচালক শম্পা গোস্বামী । ইউএনএফপিএ আর্থায়নে, অ্যাকশন এইড এর সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করে প্রেরণা নারী উন্নয়ন সংস্থা। গাস্থ্য সামগ্রী নিতে আসা নলতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিধবা নিলফার ইয়াসমিন জানান, আম্পানে তার এক মাত্র ঘরটি পড়ে গেছে। মানুষ কাছ চেয়েচিন্তে চলছেন। তারপর করোনা কারণে কেই কাজে নিতে যায়না। এ অবস্থায় শাড়ি, দুই রকম সাবন, ওড়না, মশার স্প্রে তেল, স্যানিটাইজার বালতিসহ এসব বিভিন্ন জিনিস তার কাজ লাগবে। অনেক উপকার হবে সাবার। স্বামী পরিত্যক্তা ও প্রতিবন্ধী মাগুরালি গ্রামের মুন্নি পারভিন জানান, আম্পানে তার সব শেষ। এসব জিনিসপত্র তার কাজে লাগবে। অনেক সুবিধা হবে। প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বহী সম্পাদক শম্পা গোস্বামী জানান, তারা কালীগঞ্জের নলতার বাড়ি বাড়ি যেয়ে আম্পানে ক্ষতিগ্রস্ত ৫০০ গরীব মানুষের তালিকা করেছে কাদের প্রয়োজন বেশি এসব সামগ্রীর। তারপর গতকাল সকাল ১১টা থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ ১৭ ধরণের জিনিসপত্র বিতরণ করা শুরু করেছেন। গতকাল ২০০জনের মধ্যে বিলি করেছেন। সামগ্রী বিতরণকা‌লে উপ‌স্থিত ছি‌লেন কা‌লিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস, তথ‌্য ও সাংস্কৃ‌তিক সম্পাদক এসএম, আহম্মাদ উল‌্যাহ বাচ্ছু, সাংবা‌দিক র‌ফিক‌ুল ইসলাম, প্রেরণা কর্মকর্তা শামিমা প্রমুখ উপস্থিত ছিলেন।