কালিগঞ্জ

কালিগ‌ঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবার‌কে নগদ অর্থ ও হাইজিন কিটস প্রদান

By daily satkhira

July 30, 2020

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি  : কা‌লিগ‌ঞ্জে ঘূ‌র্ণিঝড় অাম্পান ও কো‌ভিট ১৯ ক‌রোনা ভাইরাসে ক্ষ‌তিগ্রস্ত ও ঝু‌কিপূর্ণ প‌রিবা‌রের সদস‌্যদের মা‌ঝে নগদ অর্থ ও হাইজিন কিটস প্রদান করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার সকাল ১০টায় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার অ‌ফি‌সের সাম‌নে অানুষ্ঠ‌নিক ভা‌বে জরুরী সহয়তা প্রদান প্রকল্পের আওতায় এই কার্যক্রম উ‌দ্বোধন ক‌রেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাঈদ মে‌হেদী। আইরিশ এইড, ক্রিচিয়ান এইড এর আর্থিক সহায়তায়, লিডার্সের বাস্তবায়নে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় উপ‌জেলার ভাড়াশিমলা ইউনিয়নের ২৩০ প‌রিবা‌র‌কে বিকাশের মাধ‌্যমে নগদ ৩ হাজার টাকা ও হাইজিন কিটস দেওয়া হয়। উ‌ল্লেখ‌্য প্রকল্পে কালিগঞ্জ ও শ্যামনগর উপ‌জেলার ১১ ইউনিয়নে ৫ টি সংগঠনের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও এই প্রকল্পের আওতায় করোনা প্রতিরোধে হ্যান্ড ওয়াশ পয়েন্ট স্থাপনসহ ২৫৬২ পরিবার এই সহযোগিতা পা‌চ্ছে। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, পরিবেশ কর্মী এ্যাডভকেট জাফরুল্লাহ ইব্রাহীম, লিডার্স ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠা‌ন‌টি প‌রিচালনায় ছি‌লেন বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া।