বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে বাগদা চিংড়ি পুশ করার অপরাধে বাগদা চিংড়ি বিনষ্টসহ ১৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের ডিপো মালিক গোয়ালডাঙ্গা গ্রামের বসুদেব মজুমদারের পুত্র শংকর মজুমদার এর মাছের ডিপোর ভিতরে অবৈধভাবে বাগদা চিংড়িতে পুশ করার অপরাধে পুশকৃত মাছ জব্দ করে বিনষ্ট করাসহ ৭হাজার টাকা, কাদাকাটি ইউনিয়নের কাটাকাটি বাজারের ভাই ভাই ফিসের মালিক মোঃ আব্দুস সামাদকে অবৈধভাবে মাছ পুশ করার অপরাধে মাছ জব্দসহ ১০হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, পুশ না করার জন্য সকলই সচেতন হবেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, অফিস সহকারি মোস্তাফিজুর রহমান, পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।