জাতীয়

কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাতক্ষীরার আবু বকরের পলায়ন, বরখাস্ত ৬

By Daily Satkhira

August 08, 2020

নিজস্ব প্রতিবেদক : কাশিমপুর কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রধান কারারক্ষীসহ ৬ জনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরো ৬ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুরে।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাশিমপুর কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে ১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে প্রধান কারারক্ষীসহ ৬ জনকে সাময়িক বরখাস্ত ও আরো ছয় কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কয়েদি আবু বকর সিদ্দিক কাশিমপুর-২ কারাগার থেকে পালিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে খোঁজাখুঁজি করেও তাঁকে কারাগারের ভেতরে কোথাও পাওয়া যায়নি।

আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এসেছিলেন ফাঁসির আসামি হিসেবে। ২০১২ সালের ২৭ জুলাই তাঁর সাজা সংশোধন করে তাঁকে যাবজ্জীবন দেওয়া হয়।