দেবহাটা ব্যুরো: দেবহাটা থানা পুলিশের অভিযানে সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল মোঃ শেখ ইয়াছিন আলী তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে শুক্রবার রাতে (৭ই আগস্ট) থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, সঙ্গীয় এএসআই মো: শামীম হোসেন, ও ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন শিমুলিয়ার রমজান আলী (৪৫), পিতা-মৃত নজর আলী গাজী এর পুকুরের সামনে পাকা রাস্তার উপর হইতে গাঁজা সহ ১, রকিব সরদার (৫৪), পিতা- নূর মোহাম্মদ গ্রাম- শিমুলিয়া, উপজেলা- দেবহাটা, ২. আরশাদ সরদার (৩৬), পিতা- মৃত ছালামত উল্লাহ সরদার গ্রাম- শিমুলিয়া, উপজেলা- দেবহাটা,গ্রেফতার করেন। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুই জনকে আসামী করে দেবহাটা থানায় মামলা (নং-০৩) দায়ের করা হয়েছে। আসামীদ্বয়কে বিচারার্থে শনিবার সকালে (৮ই আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন সততার সাথে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রেখে থানা এলাকায় নৈরাজ্য সন্ত্রাস আর মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে অপরাধ দমনে কাজ করে চলেছেন। থানায় আসা আগত জনগনের অভিযোগ তিনি আমলে নিয়ে সরাসরি সেবা দিয়ে চলেছেন প্রতিনিয়ত। জানি সৎ পথে থাকলে অনেক বাঁধা বিপত্তি পেরুতে হয়। তারপরেও অপরাধীদের বিরুদ্ধে পুলিশ শক্ত অবস্থানে থাকবে। যাই হোক থানা হবে সাধারণ মানুষের নিরাপদ আশ্রায় সে লক্ষ্যে পুলিশ সেবা দিয়ে চলেছেন।