আশাশুনি

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত চারশতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

By daily satkhira

August 08, 2020

আসাদুজ্জামান ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার শ্রীউলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বানভাসী চার শতাধিক পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীন, ধর্ম বিষয়ক উপ-সম্পাদক জামান সাহেদ, সহ-সম্পাদক ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতা এস এম আশিকুর রহমান, কাজী সাহেদ পারভেজ ইমন, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, সাধারণ সম্পাদক সৌরভ রায়হান প্রমূখ। এর আগে ত্রাণ বিতরণ কর্মসূচির শুরুতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের করোনা ও আম্পান পরবর্তী ত্রাণ তৎপরতার জন্য ধন্যবাদ জানিয়ে এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।