জেলা কৃষকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কাটিয়াস্থ জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুর হোসেন। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদ্য এবং কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সদস্য মাহফুজা সুলতানা রুবি। সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি সামছুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবলুর রহমান, উপজেলা কৃষকলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, মোঃ আলমগীর হোসেন জুয়েল, শেখ ওবায়দুল ইসলাম প্রমুখ। শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে ১৭ অগাস্ট পতাকা উত্তোলন, দিনব্যাপী বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন প্রচার, স্বাস্থ্য বিধি মেনে দোয়া মাহফিল ও ২০ অগাস্ট বঙ্গবন্ধু শীর্ষক আলোচনাসভা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে পাকিস্তানী স্বৈর শাসন বিরোধী আন্দোলন এবং স্বায়ত্ব শাসন এর দাবিতে বঙ্গবন্ধুর নিরলস আন্দোলনে বঙ্গবন্ধু মাতার অবদানের ভূয়সী প্রসংশা করেন বক্তারা। এছাড়া সদ্য প্রয়াত জেলা আওয়ামীলীগ নেতা, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আঃ গণি সাহেবের মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি