সাতক্ষীরা

আশাশুনিতে অবৈধ ভাবে ভূগর্ভ থেকে বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতে জরিমানা

By daily satkhira

August 08, 2020

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে ৩০ হাজার ১০০ টাকা নিলামসহ ৮ হাজার জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রতাপনগর ইউনিয়নের বকুল নগর গ্রামের আলম ঢালীর পুত্র আবদুস সবুর ঢালী ও মৃত জলিল মোড়লের পুত্র গাফফার মোড়লকে ড্রেজার মেশিন দিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড্রেজার মেশিন জব্দ করে নিলামে ৩০ হাজার ১০০ টাকা বিক্রয় করাসহ দুইজনকে সর্বমোট ৮০০০ টাকা জরিমানা করা হয়। অপরাধীকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন সুলতানা ভ্রাম্যমান আদালতে আশাশুনি টু সাতক্ষীরা সড়কের বাসে স্বাথ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করায় বাসের ড্রাইভার সুমন হোসেনকে ৫০০ টাকা ও মোজাম্মেল হোসেনকে ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমান করেন। এসময় অফিস সরকারি আব্দুর রশিদ, পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।