আন্তর্জাতিক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত

By Daily Satkhira

August 10, 2020

বিদেশের খবর : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন তিনি। তার বয়স হয়েছে ৮৪ বছর।

টুইট বার্তায় প্রণব মুখার্জি জানিয়েছেন, অন্য একটি দরকারে হাসপাতালে গিয়েছিলেন তিনি। তখনই তার করোনা পরীক্ষা হয়। তাতে দেখা যায় তিনি কোভিড পজিটিভ।

নিজে করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে গত এক সপ্তাহে যে বা যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের সবাইকে সাবধানতা নেওয়ার জন্য অনুরোধ করেছেন সাবেক রাষ্ট্রপতি। সবাই যাতে সেল্ফ আইসোলেশনে চলে যায় ও নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেয়, সে জন্য অনুরোধ করেছেন তিনি।

উল্লেখ্য, এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিপিআইএম’র বর্ষীয়ান পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।

ড. ফুয়াদ হালিম সুস্থ হয়ে উঠলেও প্রয়াত হয়েছেন শ্যামল চক্রবর্তী। এছাড়াও আক্রান্ত হয়েছে দেশটির আরও বহু রাজনীতিবিদ।