জাতীয়

সিনহা নিহতের ঘটনায় পুলিশ সুপারের প্রত্যাহার চায় রাওয়া

By Daily Satkhira

August 10, 2020

অনলাইন ডেস্ক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপারের (এসপি) প্রত্যাহার দাবি করেছে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর উত্তরায় মেজর সিনহার বাসায় তার মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানন সংগঠনটির চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নুরুল আফসার।

পাশাপাশি ঘটনার দিন সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তাদের অস্ত্র কেড়ে নেওয়ার দাবি জানান। তিনি বলেন, এ ঘটনার সবকিছুর প্রমাণ আছে। তাই এটার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।

খন্দকার নুরুল আফসার বলেন, মেজর সিনহা হত্যাকাণ্ডের তদন্ত যে গতিতে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট। তবে বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় সেটি আমরা চাই।

তিনি আরও বলেন, কক্সবাজারের টেকনাফ থানার সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যের অস্ত্র সিজ (জব্দ) করতে হবে। এর পাশাপাশি যাতে এটাই বিচার বহির্ভূত শেষ হত্যাকাণ্ড হয়, আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, সেটা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।