দেবহাটা

সরকারি খান বাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিলেন সাবীর হোসেন

By daily satkhira

August 10, 2020

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সিনিয়ারিটির ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র মোহন দাশের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোল্লা সাবীর হোসেন। তিনি ১১ আগস্ট ২০২০ তারিখ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। কলেজের শিক্ষক মিলনায়তনে ১০ আগস্ট সোমবার বেলা ১১ টা হতে একাডেমিক বোর্ড মিটিং পরবর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গণিত বিভাগীয় প্রধান, প্রতিষ্ঠাকালীন ১১ জনের শেষ শিক্ষক বাবু পবিত্র মোহন দাশ’র চাকরির বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় শেষ কর্মদিবসে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে পবিত্র মোহন দাশ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও সদ্য সাবেক অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন অপর শিক্ষক ও সদ্য সাবেক উপাধ্যক্ষ আলহাজ্জ মো. আব্দুল মজিদ। কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মো. মইনুদ্দিন খান এর সঞ্চালনায় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান, ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. আবু তালেব প্রমূখ। একাডেমিক কাউন্সিলের বিভিন্ন বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র মোহন দাশ তার চাকরি জীবনের নানা স্মৃতি উল্লেখপূর্বক কলেজ সরকারিকরণ হওয়ার পরও ২০২০ সালে কলেজ থেকে তার পূর্বে বেসরকারিভাবে অবসরে যাওয়া অপর ৩ জন শিক্ষকদের ন্যায় মনকষ্টের কথা ব্যক্ত করেন। পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ ও পীর কেবলার নামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কলেজটির লেখাপড়ার মান সহ সর্ববিষয়ে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে পারে সেজন্য সকলের প্রতি আহবান জানান বক্তাগণ।