সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বাঁধার মুখে বিএসএফের মাটি কাটা বন্ধ

By Daily Satkhira

May 05, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার চারাবাড়ি সীমান্তের সোনাই নদী থেকে বিজিবির বাঁধার মুখে বিএসএফ মাটি কাটা বন্ধ করে দিয়েছে। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর সাতক্ষীরা ৩৮বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্ণেল আরমান হোসেন পিএসসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এর পর সোনাই নদীর তীরে সীমান্তের জিরো পয়েন্টে বিজিবির আহবানে দু দেশের কোম্পানি কমন্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার ৩৮ বিজিবির তলুই গাছা ক্যাম্পের কোম্পানি কমন্ডার আহম্মদ আলী জানান, সীমান্ত আইন লংঘন করে সোনাই নদীর ভিতর থেকে বিএসএফ মাটি কাটার কাজ করছিল। এ সময় বিজিবি সদস্যরা বিএসএফকে মাটি কাটতে নিষেধ করেন। বিএসএফ তাদের বাধা অতিক্রম করে উত্তেজিত হয়ে মাটি কাটার চেষ্টা করেন। এরপর বিজিবি জোর প্রতিবাদ জানালে বিএসএফ মাটি কাটার কাজ বন্ধ করে দেয় । পরে শান্তি শৃংঙ্খলা রক্ষার্থে তলুই গাছা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও ভারতের তারালি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমন্ডার পর্যায়ে এক পতাকা বৈঠাক শুরু হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির তলুই গাছা ক্যাম্পের কোম্পানি কমন্ডার আহম্মদ আলীসহ বিজিবির ৭ সদস্য। অপরদিকে, ভারতীয় বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন, তারালি ক্যাম্পের কোম্পানি কমন্ডার মনোজ সেনসহ ৮ বিএসএফ সদস্য। পতাকা বৈঠকে বিএসএফর আর সোনাই নদী থেকে মাটি কাটবেন না বলে বিজিবিকে আশ্বস্ত করেন। সাতক্ষীরা ৩৮বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্ণেল আরমান হোসেন পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে দু দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ সোনাই নদী থেকে আর কোন মাটি কাটবেননা বলে বিজিবিকে জানিয়েছেন।