সাতক্ষীরা

সাতক্ষীরায় অনলাইনে যৌন নির্যাতন প্রতিরোধে প্রশিক্ষণ

By daily satkhira

August 10, 2020

প্রেস বিজ্ঞপ্তি :  সাতক্ষীরায় ”ইন্টারনেরটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে” ডিজএ্যাবলদের নিয়ে কাজ করা সংস্থাগুলোকে অনলাইনে যৌন নির্যাতন প্রতিরোধের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ আগষ্ট রোববার দুপুরে বে-সরকারী সংস্থা অগ্রগতির আয়োজনে পি টি আর সি অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগীতায় অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে, প্রজেক্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ সোহগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শরিফুল ইসলাম, সিডো এর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, DRRA এর সিরাজুল ইসলাম, সাতক্ষীরার মানব কল্যান সংস্থার আবুল কালাম, আইডিয়ালের সুব্রত বাছাড়, রিশিল্পির ভাবারঞ্জন মন্ডল, রবি প্রতিবন্ধী স্কুলের হাবিবুল্লাহ, ভয়েস অব সাতক্ষীরার বার্তা সম্পাদক শাহিদুর রহমান শাহিন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আমাদের শিশুরা যেন ইন্টারনেট আসক্ত না হয়। তারা ইন্টারনেট ব্যবহার করে নিজের স্বাফল্য অর্জন করবে। ইন্টারনেটের মাধ্যমে তারা যেন নিজেরা বা নিজেদের উজ্জল ভবিষৎ তৈরী করতে পারে। শিশুদের ইন্টারনেট ব্যবহারে প্রতিটি অভিভাবকের নজরদারিতে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন ইন্টারনেরটের অপব্যবহারের মাধ্যমে শিশুরা যৌন নির্যাতিত না হয়। প্রতিটি শিশু মোবাইল, ল্যাবটপ বা কম্পিউটর ব্যবহার করবে পরিবারের সকলের সামনে বসে। শিশুরা কোন মতে ঘরের দরজা বা বন্ধ করে ইন্টারনেট ব্যবহার করতে না পারে সেদিকে বিশেষ খেলায় রাখতে হবে। শিশুদের ইন্টারনেটের অপব্যবহার রোধে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখাতে অনুরোধ করেন বক্তাগন।

বক্তারা আরও বলেন ডিজএ্যাবলদের সাথে সম্মান ও ভালবাসার সাথে কথা বলতে হবে। তারা যেনো কোনো ভাবে মনে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটা কথা আমাদরে সবার মাথায় রাখতে হবে ডিজএ্যাবলরা সমাজের বোঝা নয়।তারা আমাদের দেশের মূল্যবান সম্পদ।

উক্ত কর্মশালায় ২৪জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ গ্রহন করেন।