আশাশুনি

আশাশুনিতে পুলিশের অভিযানে চোরাই মালামালসহ তিন চোর আটক

By daily satkhira

August 10, 2020

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের অভিযানে চোরাই মালামালসহ তিন চোরকে আটক করা হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল মোঃ শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই মোঃ হাসানুজ্জামন, এ এসআই মিলনসহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় বুধহাটা বাজারের আনন্দ ভ্র‍্যারাইটিস স্টোর (মুদি দোকান) থেকে ৪২ পিস লাইফবয় সাবান, ১৬ পিস স্যান্ডেলিনা সাবান, ১৮ পিস পেপসোডেন্ট টুথ পাউডার, ১০ পিস প্যারাসুট নারিকেল তৈলের বোতল, নগত ৩৯০ টাকাসহ আটক করেন। বুধহাটা প্রাইমারী স্কুলের পিছনে খলিলের বাসার ভাড়াটিয়া বুধহাটা গ্রামের ইন্তাজ আলী সরদারের পুত্র মোঃ রেজাউল ইসলাম ওরফে (গজো) (৩৫), শ্যামনগর উপজেলার মৃত জাফর আলী গাজীর পুত্র মোঃ সাহাজান গাজী (৪৮), মৃত এলবার সরদারের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৫০)কে চোরাই মালামালসহ সোমবার ভোরে আটক করা হয়। এসংক্রান্তে থানায় ৮(৮)২০২০ মামলাটি রুজু করে আসামীদেরকে সোমবার দুপুরে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।