আন্তর্জাতিক

পুতিনের মেয়ে নিলেন রাশিয়া উদ্ভাবিত বিশ্বের প্রথম করোনা টিকা

By Daily Satkhira

August 11, 2020

বিদেশের খবর : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ বিশ্বের প্রথম করোনাভাইরাসের টিকা উদ্ভাবক করেছে। রাশিয়ান মন্ত্রীদের সঙ্গে এক ভিডিও সম্মেলনে এ কথা জানান পুতিন। ওই সম্মেলন দেশটির টেলিভিশনে সম্প্রচার করা হয়। খবর বিবিসি ও রয়টার্সের।

দেশটিতে স্থানীয়ভাবে তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন দু’মাস ধরে মানুষের ওপর পরীক্ষা করার পর সেটির ব্যবহারিক প্রয়োগের অনুমোদন দেওয়া হলো।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা রাশিয়ার টিকার যথাযথ ট্রায়াল নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি এ বিষয়ে প্রতিষ্ঠিত নিয়মকানুন মেনে চলার ব্যাপারে আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যেই টিকা নিয়ে এ ঘোষণা দিল দেশটি। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, ‘এই ভ্যাকসিন খুবই কার্যকর ও নিরাপদ প্রমাণিত হয়েছে। কয়েক হাজার মানুষের ওপর এটির ট্রায়াল অব্যাহত থাকবে।’

আর পুতিন বলেছেন, এই ভ্যাকসিন প্রয়োজনীয় সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন তিনি এই ভ্যাকসিনের গণউৎপাদন চান। রাশিয়ান প্রেসিডেন্ট জানান, তার এক মেয়েও এই ভ্যাকসিন নিয়েছেন এবং শরীরের তাপমাত্রা কিছুটা বাড়ার পর তিনি পুরোপুরি সুস্থ বোধ করেছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিশ্বের বেশ কয়েকটি একাধিক টিকার ট্রায়াল এই মুহূর্তে চলছে। এ মাসের শুরুতে আমেরিকার সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি বলেছিলেন, ভ্যাকসিন কারো ওপর প্রয়োগ করার আগে রাশিয়া আসলেই তা যথাযথভাবে পরীক্ষা করে দেখবে বলে তিনি আশা করেন।

রাশিয়া যে পরিমাণ দ্রুততার সঙ্গে এই টিকা তৈরির কাজ চালাচ্ছিল তাতে পশ্চিমা দেশগুলোর বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাদের ভাষ্য, দ্রুত টিকা আনার জন্য কর্তৃপক্ষের চাপের মুখে রুশ গবেষকরা সম্ভবত পরীক্ষা পদ্ধতিতে কাটছাঁট করতে পারেন।