যশোর

যশোর সংশোধনাগারে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত অন্তত তিন

By daily satkhira

August 13, 2020

অনলাইন ডেস্ক : যশোরে কিশোর সংশোধনাগারে দুই কিশোর গ্রুপের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই বিষয়ে সংশোধনাগারের প্রশিক্ষক মুশফিক জানান, কয়েকদিন আগে সংশোধনাগারে কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকেই সংঘর্ষের সূত্রপাত। বাঁশ, লাঠি-সোটা এবং পরিত্যক্ত জিনিজপত্র নিয়ে তারা সংঘর্ষে জড়ায়।

ঘটনার পর নাইম নামে ১৫ বছরের এক কিশোরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক অমিয় দাস জানান, তার গায়ে আঘাতের চিহ্ন ছিল। তবে কিসের আঘাতে বা কি কারণে মারা গেছে, তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এই ঘটনার প্রায় এক ঘণ্টা পর কিশোর সংশোধনাগারের একটা গাড়িতে ১৬ থেকে ১৭ বছরের আরেকজন কিশোরকে হাসপাতালে নিয়ে এসে জরুরি বিভাগে ফেলে রেখে দ্রুত চলে যায় গাড়িটি। তাকেও মৃত অবস্থায় পান চিকিৎসকরা। আরেকজনের বিষয়ে জানা যায়নি।

যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, “আমি কিশোর উন্নয়ন কেন্দ্রের দিকে যাচ্ছি।”