সাতক্ষীরা

ধুলিহর ও ব্রহ্মরাজপুর একাধিক প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত

By daily satkhira

August 15, 2020

আজিজুল ইসলাম : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের একাধিক প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। বি.ডি.এফ প্রেসক্লাবঃ- প্রেসক্লাবের সভাপতি মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদের পরিচালনায় অনুষ্ঠিত জাতীয় শোক দিবসে সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করেন। এছাড়া ডিবিএফ ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ব্রহ্মরাজপুর শাখা, ধুলিহর সুপারীঘাটায়, ধুলিহর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বালিথা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালিথা গাজির বাগান মাদ্রাসা,বালিথা ফোরকানিয়া মাদ্রাসা, ডিবি গার্লস স্কুলসহ একাধিক প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ধুলিহর জাহানাবাজ মাদ্রাসা ঃ- ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যুবলীগের সভাপতি মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাছানুর জামানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আঃ রশিদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক উপদেষ্টা মহিদ মাষ্টার প্রমুখ। যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে জাহানাবাজ কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তর পাড়া জামে মসজিদ, জাহানাবাজ সরকারী প্রাথমকি বিদ্যালয় ও খাদিজাতুল ক্বোরা কমপ্লেক্সসহ একাধিক প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাও: রশিদ, মনিরুল ইসলাম বিলালী প্রমুখ। অনুষ্ঠান শেষে সকলের মাঝে খিচুড়ী বিতরণ করা হয়। ধুলিহর ইউনিয়ন পরিষদ ঃ- ধুলিহর ইউনিয়ন পরিষদে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবুসহ সকল ইউপি সদস্য/সদস্যা, সচিব, তথ্য উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ সকল সদস্য বৃন্দ। ধুলিহর উত্তর পাড়া ঃ- ধুলিহর উত্তর পাড়ায় ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরশাদ আলীর উদ্যোগে ও স্থানীয় যুবকদের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আঃ রশিদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ মোঃ মিজান চৌধুরী, স.ম জালাল উদ্দিন, যুবলীগ সভাপতি মোঃ আজাহারুল ইসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ হাছানুর জামান, কবিরুল ইসলাম প্রমুখ। ধুলিহর ইউনিয়ন আ’লীগ কার্যালয়ঃ- ধুলিহর ইউনিয়ন আ’লীগের নিজস্ব কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু। এছাড়া আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বালিথা সামাদের মোড় ঃ- বালিথা সামাদের মোড়ে ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আল মাহমুদ মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন ইউপি চেয়ারম্যান শামছুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফার রহমান, আঃ সোবহান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক আঃ রহিম। বালিথা এল্লাচর মোড়ঃ- ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মেহেদী হাসান হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মাসুম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন,ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন টপি, শেখ ফারুখ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, আঃ রাজ্জাক। ব্রহ্মরাজপুর আ’লীগ কার্যালয় ঃ- ব্রহ্মরাজপুর আ’লীগের নিজস্ব কার্যালয়ে ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ রশিদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ জিয়াউর রহমান, কালাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক অজিহার রহমান।