শ্যামনগর প্রতিনিধিঃ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে। পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠান শেষে এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ। শনিবার ১৫ আগস্ট সকাল ৮টায় শ্যামনগর উপজেলা প্রশাসন নতুন ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরার-৪ আসনে জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। পরপরই মাল্যঅর্পণ করেন করেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি এস এম জগলুল হায়দার এমপি ও সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন সহ সকল নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজার গেফারী, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে মাল্যঅর্পণ করেন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ, শ্যামনগর থানার পক্ষ থেকে মাল্য অর্পন করেন থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদা সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ,উপজেলা মহিলালীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এনজিও সকলেই বঙ্গবন্ধু প্রকৃতিতে মাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদু- উজ-জ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি শ্যামনগর সরকারি কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক স,ম আব্দুস সাত্তার প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, জেলা তাঁতী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান মারুফ সহ প্রমুখ। সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অজয় কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, জাতীয় শোক দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবী রঞ্জন মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, শ্যামনগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সহ সুধীজনরা উপস্থিত ছিলেন। যোহর বাদ শ্যামনগর উপজেলা কোড মসজিদে শ্যামনগর উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবদুস সাত্তার, জেলা তাঁতী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান মারুফ, শ্যামনগর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ, তরুণ লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের আয়োজনে জহর বাদ দোয়া ও আলোচনা সভা শেষে হাজী উদ্দিন কওমি মাদ্রাসার এতিমদের উন্নতমানের খাবার পরিবেশন করেন। এছাড়া দিনভর প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।